রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২
শিরোনাম

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে নেত্রকোণায় র‍্যালী ও আলোচনা সভা


  আজাদ ইমরান শরীফ

প্রকাশ :  ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৯ দুপুর

“টেকসই উন্নয়নের ভিত্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণায় বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে র‍্যালী শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। আরও উপস্থিত ছিলেন আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক স্থানীয় সরকার বিভাগ, সজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, সহ আরও উপস্থিত ছিলেন   সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

বক্তারা বলেন, নেত্রকোনার প্রাকৃতিক সৌন্দর্য, হাওর-বাঁওড়, পাহাড়ি অঞ্চল ও সমৃদ্ধ সংস্কৃতি পর্যটন খাতের জন্য অনন্য সম্পদ। এসবকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে স্থানীয় অর্থনীতির পাশাপাশি জাতীয় অর্থনীতিও সমৃদ্ধ হবে।

অনুষ্ঠানে জেলার পর্যটন সম্ভাবনা ও টেকসই উন্নয়নে তা বাস্তবায়নের নানা দিক তুলে ধরা হয়। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত