পূর্বধলায় ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার করলেন ইশতিয়াক আহমেদ বাবু

নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০১ বিকাল

নেত্রকোনার পূর্বধলায় জনদুর্ভোগ লাঘবে ব্যক্তিগত উদ্যোগে দ্বিতীয় দফায় উপজেলা সদরের স্টেশন রোডের ভাঙা সড়ক সংস্কারের কাজ করেছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবু।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে দিনভর তিনি নিজে উপস্থিত থেকে পূর্বধলা রেলওয়ে স্টেশন রোডের সোনালী ব্যাংক থেকে ব্র্যাক অফিস পর্যন্ত ভাঙা অংশ সংস্কারের কাজ পরিচালনা করেন।
দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন ওই রাস্তায় ড্রেনেজব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে বড় বড় গর্তের সৃষ্টি হয়। এতে পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগের পাশাপাশি ছোট-বড় দুর্ঘটনাও ঘটত নিয়মিত।
এ বিষয়ে ইশতিয়াক আহমেদ বাবু বলেন, জনগুরুত্বপূর্ণ এই রোড দিয়ে উপজেলা পরিষদ, ভূমি অফিস, স্টেশনে যাওয়ার রাস্তা হওয়ায় প্রতিদিন হাজারো মানুষ ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা চলাচল করে। মানুষের কষ্ট লাঘবের জন্যই আমি উদ্যোগ নিয়েছি। এর আগেও চলতি বছরের ১৬ মে রাবিশ ফেলে মেরামত করেছিলাম, কিন্তু পরে সেখানে আবার ভাঙন দেখা দেয়। রাস্তাটির স্থায়ী সমাধানের উদ্যোগও নেওয়া হবে।
তিনি আরও জানান, পূর্বধলা উপজেলার বিভিন্ন স্থানে অনেক সড়ক সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। শিগগিরই সেসব সড়ক সংস্কারেরও উদ্যোগ নেওয়া হবে।