শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৭ দুপুর

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপন নিশ্চিত করতে নেত্রকোনার পূর্বধলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজী এবং পূর্বধলা থানার ওসি (তদন্ত) মিন্টু দে।

এছাড়া সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা মণ্ডপের সভাপতি-সম্পাদক, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

সভায় পূজাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণসহ সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি, পুলিশ ও পূজা উদযাপন পরিষদের সমন্বয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এবার পূর্বধলায় মোট ৫৭টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৫০টি সার্বজনীন এবং ৭টি ব্যক্তিগত মণ্ডপ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত