শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২
শিরোনাম

মাধবপুরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ইয়াবাসহ একজন আটক


  মো: মহিউদ্দিন আহাম্মেদ

প্রকাশ :  ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:১১ দুপুর

হবিগঞ্জের মাধবপুরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আজ বুধবার  দুপুর ২টায় উপজেলার হাইওয়ে বেজুড়া নামক স্থানে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম। অভিযানে সহযোগিতা করেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সাজেদুল হোসেন এবং মাধবপুর থানা পুলিশ।

আটককৃত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম (৩৭), পিতা মনির হোসেন। তিনি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা সদরের বাসিন্দা। তার কাছ থেকে ৩৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম বলেন,“মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংস করছে। মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।”

হবিগঞ্জ মাদক দব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো: সাজেদুল হাসান বলেন,“আমরা মাদকের মূল উৎস শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিচ্ছি। সমাজকে মাদকমুক্ত রাখতে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যারা মাদক পাচার বা ব্যবসার সঙ্গে জড়িত, তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।”

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত