শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২
শিরোনাম

মালয়েশিয়ায় ১৫০ বাংলাদেশিসহ আটক ৮৯৮ অভিবাসী


  আরবান ডেস্ক

প্রকাশ :  ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৯ দুপুর

সংগৃহীত ছবি

মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশে এক রাতের অভিযানে ৮৯৮ জন অনিবন্ধিত অভিবাসী আটক করা হয়েছে, যার মধ্যে ১৫০ জন বাংলাদেশি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) অভিযানের সময় শতাধিক বাণিজ্যিক ভবন ও দোকান তল্লাশি করা হয়।

সেলাঙ্গর অভিবাসন বিভাগের পরিচালক খাইরুল আমিনুস কামরুদ্দিন জানান, অভিযানটি চার মাসের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়। অভিযানে মালয়েশিয়ান রয়েল পুলিশ, মেরিটাইম ইনফোর্সমেন্ট এজেন্সি, এয়ার অপারেশনস ফোর্সেস ও স্থানীয় কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

আটককৃতদের মধ্যে পুরুষ ৬৪৩ এবং নারী ১৯ জন। বৈধ কাগজপত্র না থাকায় তাদের সেলঙ্গার ইমিগ্রেশন অফিসে রাখা হয়েছে। কর্মকর্তারা বলছেন, ভবিষ্যতেও নিয়মিত অভিযান চালানো হবে এবং অনিবন্ধিত কর্মীদের কোনো ছাড় থাকবে না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত