বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২
শিরোনাম

কলমাকান্দায় মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ


  ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি

প্রকাশ :  ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৮ দুপুর

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নে মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
 
বুধবার  বিএনপির নাজিরপুর ইউনিয়ন শাখার স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়,।মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, যুগ্ম-সাধারন সম্পাদক মো. খায়রুজ্জামান টিটু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আলমাছ রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আজাদ আইনল, সদস্য সচিব ইয়াসিন আরাফাত, নাজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খাইরুল খান, সদস্য সচিব মো. সাদেক মিয়া, দুর্গাপুর সরকারি কলেজ শাখার সাবেক আহবায়ক মো. আমিনুল তালুকদার প্রমুখ।
 
মানববন্ধনে বক্তারা জানান, মাদকের করালগ্রাসে ক্ষত-বিক্ষত বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম। এখনি যদি রুখে না দাঁড়ানো যায় তাহলে অন্ধকারে নিমজ্জিত হবে দেশের ভবিষ্যৎ প্রজন্ম। দেশে প্রায় অর্ধেক জনগোষ্ঠী শিশু, কিশোর ও তরুণ। এরাই আগামী দিনের জাতীর কর্ণধার। মাদক নামক এক ভয়াল আগ্রাসী নেশা ধীরে ধীরে খেয়ে ফেলছে আমাদের প্রজন্মকে। যে পরিবারে কেউ মাদকাসক্ত হয়ে গেলে একমাত্র সে পরিবারের সদস্যরা বলতে পারবে মাদকাসক্ত কি যন্ত্রণা। তাই আমরা অবিলম্বে নাজিরপুর এলাকায় মাদক বিক্রি ও সেবনকারীদের বিরুদ্ধে প্রশাসনকে তাদের গ্ৰেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে অন্যথায় এলাকাবাসীর সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলবে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত