সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় নবাগত ইউএনও আনিছুর রহমান খানের যোগদান


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০২ দুপুর

নেত্রকোণার পূর্বধলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোঃ আনিছুর রহমান খান। তিনি জামালপুর জেলা থেকে বদলি হয়ে গতকাল ১৪ সেপ্টেম্বর পূর্বধলা উপজেলার দায়িত্বভার গ্রহণ করেন। নবাগত ইউএনওকে বরণ করেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী।

এর আগে, বিদায়ী ইউএনও রেজওয়ানা কবির শেষ কর্মদিবস গত ৮ আগস্ট পালন করার পর দায়িত্ব হস্তান্তর করেন নেত্রকোণা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক-এর কাছে। এরপর গতকাল ১৪ সেপ্টেম্বর আনিছুর রহমান খান পূর্বধলায় দায়িত্ব গ্রহণ করেন।

নবাগত ইউএনও মোঃ আনিছুর রহমান খান হযরত শাহজাহাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করেছেন। তিনি ৩৬তম বিসিএসে উত্তীর্ণ হয়ে যোগদানের মাধ্যমে সিলেট জেলার হবিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও গ্রামের বাসিন্দা এবং ব্যক্তিগত জীবনে বিবাহিত।

নবাগত ইউএনও আনিছুর রহমান খান আজকের আরবানকে জানান, পূর্বধলা উপজেলার জনগণের কল্যাণই আমার প্রধান লক্ষ্য। আমি চাই প্রশাসনের সকল কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হোক। শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও সামাজিক কল্যাণসহ বিভিন্ন ক্ষেত্রে পরিকল্পিতভাবে উন্নয়নমূলক কাজ করা হবে। আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি হবে, যদি জনগণ তাদের অধিকার ও সেবা নিশ্চিত করতে পারে এবং প্রশাসনের প্রতি তাদের আস্থা বৃদ্ধি পায়। আমি বিশ্বাস করি, একযোগে কাজ করলে আমরা পূর্বধলা উপজেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত