ঈশ্বরগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত

আরবান ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩১ দুপুর
_original_1758173478.jpg)
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তরুণ-তরুণীদের রক্তদানে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প করেছে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার (১৭ সেপ্টেম্বর) ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
প্রায় ২ শতদিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয় এবং রক্তের গ্রুপ সংগ্রহ করে একটি ডেটাবেজ তৈরি করা হয়। প্রয়োজন হলে এই ডেটাবেজ থেকে রোগীদের বিনামূল্যে রক্ত দেওয়া হবে।
ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক মোঃ রবিউল ইসলাম ইমন বলেন, ‘রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করা এবং ব্লাড ডোনার সংগ্রহ করার লক্ষ্যে আমরা এ ক্যাম্পেইন করছি। এখান থেকে ব্লাড ডোনার লিস্ট করে রক্তের গ্রুপ অনুযায়ী ডেটাবেজ তৈরি করা হয়। পরবর্তী সময়ে রোগীদের চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন হাসপাতালে বিনামূল্যে রক্ত দিয়ে থাকি।’
এ ছাড়াও রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি সবাইকে রক্তদানের উপকারিতা সম্পর্কে জানানো হয়। কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি'র প্রধান শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সমন্বয়ক নাজমুল হাসান শান্ত, ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক মোঃ রবিউল ইসলাম ইমন, ময়মনসিংহ ক্যাম্পেইন বিষয়ক সমন্বয়ক মোঃ বরকত উল্লাহ, ঈশ্বরগঞ্জ উপজেলা দায়িত্বশীলগণ সহ আরও অন্যান্য জেলা উপজেলার দায়িত্বশীলগণ।