শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নেত্রকোনায় প্রস্তুতিমূলক সভা

এ.কে.এম আব্দুল্লাহ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৪ বিকাল

হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নেত্রকোনায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এই প্রস্তুতিমূলক সভার আয়োজন করে।
জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুখময় সরকারের সঞ্চালনায় প্রস্তুতি মূলক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার, নেত্রকোনা সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন শাহরিয়ার, জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক, জেলা বিএনপির সাধারন সম্পাদক ড. মোঃ রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, জেলা কৃষক দলের সভাপতি সালাহ উদ্দিন খান মিল্কী, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নির্মল কুমার দাস, জেলা আনসার কমান্ডার জিন্নাতুল ইসলাম, ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার খানে আলম, র্যব-১৪ এর ডিএডি জুলহাস, পল্লী বিদ্যুতের জি এম আকরাম হোসেন, সিভিল সার্জন এর প্রতিনিধি ডাঃ তৌহিদুর রহমান, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বাবু খগেন্দ্র নাথ তালুকদার, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামল ভৌমিক, জেলা কল্যাণ ফ্রন্টের আহবায়ক সত্যেন্দ্র পাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক তালুকদার, যুগ্ম আহ্বায়ক রিপন দত্ত, প্রহল্লাদ বনিক, নেত্রকোণা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু লিটন পন্ডিত, জেলা হেফাজত ইসলামের সিনিয়র নায়েবে আমীর মাওলানা দেলোয়ার হোসেন, জেলা খেলাফত মজলিসের নেতা মাওলানা মফিদুর রহমান, মাওলানা মাজহারুল ইসলাম, মনোজ সরকার, প্রদীপ কুমার শ্যামল, হরলাল সরকার, শুভেন্দু সরকার পিন্টু, রাধা রমন রায় প্রমূখ।
অপরদিকে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে বিকাল ৩টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পূজা কমিটির নেতৃবৃন্দকে নিয়ে উৎসব মূখর পরিবেশে পূজা উদযাপন ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার লক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম এর সঞ্চালনায় জেলার দশ উপজেলার ওসি ও বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দ পরিবর্তিত পরিস্থিতিতে শান্তিপূর্ণ ও উৎসব মূখর পরিবেশে পূজা উদযাপন করার জন্য কি কি করনীয় আর কি কি বর্জনীয় সেই সম্পর্কে বিস্তারিত আলেচনা হয়।