মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২
শিরোনাম

চীনা নাগরিক সহ মানব পাচার চক্রের দুই সদস্য কারাগারে


  সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া প্রতিনিধি

প্রকাশ :  ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:০০ দুপুর

চীনা নাগরিক সহ মানব পাচার চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করে সোমবার নেত্রকোনা আদালতে পাঠিয়েছে কেন্দুয়া থানা পুলিশ। আদালত তাদের জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ১৪ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় কেন্দুয়া উপজেলার পৌর এলাকার কমলপুর মহল্লা থেকে তাদেরকে আটক করে পুলিশ। আটককৃতদের মধ্যে রয়েছেন চীনা নাগরিক লি. ওয়েই হাও ও তার সহযোগী বাংলাদেশী নাগরিক ফরিদুল ইসলাম। 

জানা যায়, চীনা নাগরিক লি. ওয়েই হাও গত ১ সেপ্টেম্বর কেন্দুয়া পৌরসভার কমলপুর মহল্লার রুবেল মিয়ার কন্যা পোশাক কর্মী আলফা আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর তিনি আলফা আক্তারের পরিবারকে মৌখিক ভাবে আশা দিয়ে বলেন যে, আলফা আক্তারকে চীন দেশে নিয়ে যাবেন। এর জন্য এক লক্ষ টাকাও দেবেন তিনি। আগামী ২০ সেপ্টেম্বর তাদের চীন দেশে যাবার কথা ছিল। রবিবার লি. ওয়েই হাও আলফা আক্তারকে নিয়ে তার গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। তার সাথে ছিলেন ফরিদুল ইসলাম সহ আরও দুই তরণী। এদের মধ্যে একজনের নাম বৃষ্টি। তার বাড়ি জামালপুর। প্রাথমিক ভাবে দাবি করা হচ্ছে বৃষ্টিও একজন চীনা নাগরিককে বিয়ে করেছেন। তাদের চলাফেরায় সন্দেহ হলে আলফা আক্তারের পরিবারের সদস্যরা চীনা নাগরিকের কাছে তার পাসপোর্ট ও বাংলাদেশে অবস্থানের বৈধ্য কাগজপত্র দেখতে চান। কিন্তু চীনা নাগরিক তার কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তার সহযোগী ফরিদুল ইসলামও কোন সন্তোষজনক জবাব দিতে না পারায় আলফা আক্তারের পরিবারের সদস্যরা তাদেরকে কৌশলে আটক করে থানা পুলিশে খবর দেন। কেন্দুয়া থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে চীনা নাগরিক এবং তার সহযোগীদের জিজ্ঞাসাবাদ করেন। তাদের অসংলগ্ন কথাবার্তায় সন্দেহের সৃষ্টি হলে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।

এ সময় তাদের জিম্মি দশা থেকে দুই তরণীকেও উদ্ধার করে। এ ঘটনায় আলফা আক্তারের বাবা রুবেল মিয়া বাদী হয়ে চীনা নাগরিকসহ এজাহারে ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে আসামী করে কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করেন।

রুবেল মিয়া বলেন, আমার কন্যাকে তারা কৌশলে পাচার করতে চেয়েছিল। আমি এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মানব পাচার চক্রের সাথে জড়িত থাকার সন্দেহে চীনা নাগরিক সহ দুই জনকে আটক করা হয়েছে। তাদেরকে নেত্রকোনা আদালতে পাঠালে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে পরবর্তী সময়ে রিমান্ডের আবেদন করা হবে আদালতে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত