বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী দলের একক প্রার্থীরা প্রচারানায় ব্যস্ত


  মো: জায়েজুল ইসলাম

প্রকাশ :  ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫১ দুপুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে। নির্বাচনকে কেন্দ্র করে ১৬০, নেত্রকোণা ৫ আসন পূর্বধলা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একাধিক প্রার্থী জোরালো প্রচারনা চালিয়ে আসলেও পিছিয়ে নেই ইসলামী দলগুলো। বাংলাদেশ জামায়াতে ইসলাসীসহ ৫টি দলের একক প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহনের জন্য মাঠে ময়দানে ব্যাপক কাজ করে যাচ্ছেন। জামায়াতে ইসলামী ছাড়া অপর ৪টি দল হলো বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত আন্দোলন। এ সকল দলের প্রার্থীরা ইতিমধ্যেই কেন্দ্রীয় সিদ্ধান্তে একক প্রার্থী হিসেবে মনোনীত হয়ে ব্যাপক প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর একক প্রার্থী হিসেবে অনেক আগে থেকেই ব্যাপক গণসংযোগ চালিয়ে আসছেন অধ্যাপক মাছুম মোস্তফা। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণার জেলা শাখার সহকারী সেক্রেটারী পদে দায়িত্ব পালন করছেন। পেশাগত জীবনে তিনি শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজে ইসলামিক স্টাডিজ বিভাগে অধ্যাপনার পেশায় নিয়োজিত আছেন। অধ্যাপক মাসুম মোস্তফা ২০১৪ সালে জামায়াতের প্রার্থী হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি প্রতিনিয়ত উপজেলার ১১টি ইউনিয়নে ব্যাপক কাজ করে আসছেন। দলীয় প্রতীক দাড়িপাল্লা নিয়ে প্রচারনার অংশ হিসেবে কর্মী সমাবেশ, উঠান বৈঠক, শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময়, মেডিকেল ক্যাম্প, সমাজ সেবা মুলককাজ, রাস্তাঘাট নির্মাণসহ অসহায় মানুষের সহযোগিতায় কাজ করে আসছেন। তিনি নির্বাচনে জয়ী হতে পারলে ইনসাফ ভিক্তিক, দুর্নিতী ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠনের লক্ষে মানুষের সেবক হয়ে কাজ করে যাবেন বলে সভা সমাবেশে জানান দিয়ে  আসছেন।
বাংলাদেশ খেলাফত মজলিস পূর্বধলা উপজেলা শাখার সভাপতি হাফেজ মাও: মোশাররফ হোসেন খান সম্প্রতি কেন্দ্রীয় সিদ্ধান্তে পূর্বধলা আসনে একক প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। তিনি দীর্ঘদিন পূর্বধলা কেন্দ্রীয় জামে মসজিদ মাদ্রাসার ইমাম, খতীব ও মুহতামিমের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে পূর্বধলা মিছবাহুল উলুম মহিলা মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব পালন করে আসছেন।   রাজনীতির অঙ্গণে নবীন হলেও সর্বজন শ্রদ্ধেয় এই আলেম উপজেলার আলেম সমাজের বড় একটা অংশকে সাথে নিয়ে তিনি তার প্রার্থীতার পক্ষে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন ইউনিয়নে, মসজিদ, মাদ্রাসায় ও হাটবাজারে ছোট ছোট সমাবেশের মাধ্যমে দলীয় প্রতীক রিক্সার পক্ষে প্রচার চালিয়ে আসছেন।

এই আসনে বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে মাঠে ময়দানে কাজ করছেন মাও: নূরল ইসলাম হাকিমী। তিনি বাংলাদেশ ইসলামী আন্দোলন নেত্রকোণা জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন। তার গ্রামের বাড়ী উপজেলার জারিয়া ইউনিয়নের ছনধরা গ্রামে। পেশাগত জীবনে তিনি জামিয়া ইসলামীয়া অভয়পাশা মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন। মাও: নূরুল ইসলাম হাকিমী ইসলামী আন্দোলনের একক প্রার্থী হিসেবে দলীয় প্রতীক হাতপাখার পক্ষে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। দলীয় নেতাকর্মীদের নিয়ে কর্মী বৈঠক, মোটর সাইকেল শোভাযাত্রা, সমাবেশের মাধ্যামে তিনি নিজের প্রার্থীতার পক্ষে নানা কর্মসুচী পালন করে যাচ্ছেন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত পূর্বধলায় একক প্রার্থী হিসেবে প্রচারনায় ব্যস্ত রয়েছেন মাও: ফারুক আহমেদ খান। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, পূর্বধলা উপজেলা শাখার সভাপতির এবং পেশাগত জীবনে হোগলা মদীনাতুল উলুম মাদরাসার মুহতামিমের দায়িত্ব পালন করছেন। তার গ্রামের বাড়ী উপজেলার আগিয়া ইউনিয়নের আগিয়া গ্রামে। দলীয় সংসদ সদস্য প্রার্থী হিসেবে তিনি মাঠে ময়দানে সরব রয়েছেন। দলীয় প্রতীক খেজুরগাছের পক্ষে চালিয়ে যাচ্ছেন জনসংযোগ, পালন করছেন নানা কর্মসুচী। 

বাংলাদেশ খেলাফত আন্দোলনের একক প্রার্থী হিসেবে এই আসনে মনোনীত হয়েছেন মুফতি হাবিবুল্লাহ খান।  তিনি বাংলাদেশ খেলাফত আন্দোলন, ময়মনসিংহ জেলা শাখার, সেক্রেটারীর দায়িত্ব পালন করছেন ও ময়মনসিংহ জামিয়া আজিজিয়া আরাবিয়া চরকালীবাড়ী মোমেনশাহী মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিছ হিসেবে কর্মরত আছেন। তার বাড়ী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের সাহোদকোনা গ্রামে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রচার প্রচারানা চালিয়ে যাচ্ছেন। 
এছাড়া জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, পূর্বধলা উপজেলার সাবেক নেতা আব্দুল ওয়াহাব হামিদী এবার স্বতন্ত্র নির্বাচন করবেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারনা চালিয়ে যাচ্ছেন। উল্লেখ্য তিনি বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমুল বিএনপি থেকে সোনালী আঁশ প্রতীকে পূর্বধলা আসনে নির্বাচনে অংশগ্রহণ করে জামানত হারিয়ে ছিলেন। 

দলীয় প্রার্থীরা জানান দলের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী দলের নেতা কর্মীদের উজ্জীবিত রাখতে প্রচার প্রচারানা চালিয়ে যাচ্ছেন। দেশে অনেকগুলো ইসলামী সমমনা দল জাতীয় রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলছে। বর্তমানে বিভিন্নদাবীতে আন্দোলনে নামলেও নির্বাচনী প্রস্তুতির কাজও এগিয়ে চলছে। মাঠে-ময়দানের নেতাকর্মীরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর স্বার্থে ইসলামী ও সমমনা দলগুলো জোটবদ্ধভাবে নির্বাচন করতে দাবী জানিয়ে আসছেন। সে ক্ষেত্রে এসব দলের মধ্যে জোটবদ্ধ নির্বাচনে হলে জোট যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই তারা কাজ করে যাবেন বলে জানান।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত