এনসিপির কেন্দ্রীয় সদস্যের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাকে হুইলচেয়ার বিতরণ

ফয়সাল চৌধুরী
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৭ দুপুর
_original_1758173226.jpg)
জাতীয় নাগরিক পার্টি -এনসিপির কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠানের পক্ষ থেকে নেত্রকোণা জেলায় বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ উদ্দীন কে হুইলচেয়ার এবং পুষ্পস্তবক উপহার দেওয়া হয়েছে।
বুধবার বেলা ২ টার দিকে জেলা শহররের শিবগঞ্জ রোডে তাঁর নিজস্ব বাসায় জাতীয় নাগরিক পার্টির নেত্রকোণা জেলার নেতৃবৃন্দ তাঁর বাসায় গিয়ে তাঁর কাছে হুইল চেয়ার উপহার দেন, এবং খোঁজ নেন৷
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সোহারাব উদ্দীন আখন্দ, মুর্শিদ জাহান বিপ্লব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম সদস্য সচিব নাফিউ রহমান খান পাঠান, জাতীয় নাগরিক কমিটির রাফায়েল হাসান সৌরভ, স্বেচ্ছাসেবক সৈয়দা সাদিয়া ইসলাম, কামরুন নাহার সুইটি, এনসিপির রাসেল মাহবুব, এনসিপির বারহাট্টার প্রধান সমন্বয়ক শাফিকুল হক চৌধুরী, শিক্ষার্থী বাদল।
এসময় বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দীনের স্ত্রী বলেন আমরা উপহার পেয়ে আনন্দিত। এনসিপির কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।