বাচসাস যে সম্মান দিয়েছে আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে: আনোয়ারা

আরবান ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১২:৩৭ দুপুর

বর্ণাঢ্য অভিনয় ক্যারিয়ার নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন চলচ্চিত্রের মমতাময়ী ‘মা’খ্যাত কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগম। সোমবার (১৪ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে আবেগাপ্লুত হয়ে পড়েন এই বরেণ্য শিল্পী।
আনোয়ারা বেগম বলেন, “বাচসাস আমার অনেক আপন। অনেক আগে থেকেই বাচসাসের সঙ্গে পরিচয়। বাচসাসকে আমি ভালোবাসি, সম্মান ও শ্রদ্ধা করি। এই আয়োজনে হাজির হয়ে আমার যে চোখের পানি ঝরেছে তা গ্লিসারিন নয়, শ্রদ্ধা আর সম্মানের পানি। বাচসাস আমাকে যে সম্মান দিয়েছে তা কখনো ভুলব না। এই সম্মান আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে।”