যেসব কাজে ওজু করতে হয়

আরবান ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১১:৩৪ দুপুর
_original_1752644032.jpg)
পবিত্রতা অর্জনের নিয়তে নির্দিষ্ট অঙ্গসমূহে পানি ব্যবহার করাকে অজু বলা হয়। কোরআন-হাদিসে পবিত্রতার অর্জনের জন্য ওজু করার কথা এসেছে। ওজু প্রধানত তিন প্রকার; ফরজ, ওয়াজিব ও মোস্তাহাব। আসুন, এ ব্যাপারে আরও জেনে নিই।
যেসব কারণে অজু করা ফরজ
১. নামাজ আদায়ের জন্য, যদি নফল নামাজও হয়। (বুখারি: ১৩২)
২. জানাজার জন্য। (সুনানে কুবরা লিল বায়হাকি: ৪৩৫)
৩. সেজদায়ে তেলাওয়াতের জন্য। (সুনানে কুবরা লিল বায়হাকি: ৪৩৫)
৪. পবিত্র কোরআন স্পর্শ করার জন্য। অনুরূপভাবে অজু ছাড়া ব্যক্তি যদি পবিত্র কোরআনের আয়াত লেখা দেয়াল, কাগজ, টাকা—যেটাই ছুঁতে চাইবে, তার জন্য অজু করা ফরজ। (সুরা ওয়াকিয়া: ৭৯, মুসান্নাফে ইবনে আবি শায়বা: ১/১১৩)
যে কাজে অজু করা ওয়াজিব
১. শুধু একটি বিষয়ের জন্য অজু করা ওয়াজিব। তা হলো- কাবা ঘরের তাওয়াফ করা। (তিরমিজি: ৮৮৩)
যেসব ক্ষেত্রে অজু করা মোস্তাহাব
১. পবিত্রতার সঙ্গে ঘুমানোর জন্য। (বুখারি: ২৩৯)
২. ঘুম থেকে জাগ্রত হলে। তখন শুধু মোস্তাহাবই নয়, বরং সুন্নত (সুনানে কুবরা লিল বায়হাকি: ৫৮৫)
৩. সবসময় অজু অবস্থায় থাকার জন্য। (ইবনে মাজাহ: ২৭৩)
৪. সওয়াবের নিয়তে অজু থাকা অবস্থায় অজু করা।
৫. গিবত ও মিথ্যা কথার আশ্রয় নেওয়ার পর। (মুসলিম: ৩৬০)
৬. মন্দ ও অশ্লীল কবিতা পাঠের পর। (মুসান্নাফে ইবনে আবি শায়বা: ১/১৩৫)
৭. নামাজ ছাড়া অন্য অবস্থায় অট্টহাসি দেওয়ার পর। (মুসনাদে আহমদ: ৯৩০১) তবে নামাজে অট্টহাসি দিলে অজু ভেঙে যায়। (দারাকুতনি: ৬১৫)
৮. মৃতকে গোসল দেওয়ার পর। (সুনানে কুবরা লিল বায়হাকি: ১৫১৬)
৯. মৃতের লাশ ওঠানোর জন্য। (সুনানে কুবরা লিল বায়হাকি: ১৫০৩)
১০. প্রতি নামাজের জন্য নতুন অজু করা। (মুসনাদে আহমদ: ৭৫০৪, বুখারি: ২০৭)
১১. ফরজ গোসল করার আগে। (বুখারি: ২৪০)
১২. গোসল ফরজ হয়েছে, এমন ব্যক্তির খাওয়া, পান করা ও ঘুমানোর আগে। (মুসলিম: ৪৬১)
১৩. রাগের সময়। (আবু দাউদ: ৪১৫২)
১৪. কোরআন তেলাওয়াতের সময়। (সুনানে কুবরা লিল বায়হাকি: ৪৩৫)
১৫. হাদিস পড়া ও বর্ণনা করার সময়। (আদাবুল উলামা ওয়াল মুতাআল্লিমিনি: ১/৬)
১৬. ইসলামি জ্ঞান অর্জনের সময়। (তিরমিজি: ২৭২৩)
১৭. আজান দেওয়ার সময়। (মুসান্নাফে ইবনে আবি শায়বা: ১/২১১)
১৮. ইকামত দেওয়ার সময়। (মুসান্নাফে ইবনে আবি শায়বা: ১/২১১)
১৯. খুতবা দেওয়ার সময়। (তিরমিজি: ২৭২৩)
২০. মহানবী (স.)-এর কবর জেয়ারতের সময়। (সুরা নিসা: ৬৪)
২১. অকুফে আরাফা তথা আরাফায় থাকা অবস্থায়। (বুখারি: ১৪২৪)