ব্রহ্মপুত্র নদে ঐতিহাসিক পুণ্য স্নানোৎসবে মেতেছেন সনাতন ধর্মাবলম্বীরা

রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ০৫:৪৯ বিকাল

ঐতিহাসিক মহাঅষ্টমী পুণ্য স্নানোৎসব অনুষ্ঠিত হয়েছে শেরপুর জামালপুর ব্রহ্মপুত্র নদে। এই স্নানউৎসবে দুই জেলার সনাতন ধর্মাবলম্বীদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। ভোর থেকে এই মহাঅষ্টমী পুণ্য স্নানোৎসবে মেতেছেন উঠেছে সনাতন ধর্মাবলম্বীর নারী-পুরুষ। সনাতন ধর্মাবলম্বীর নারী ও পুরুষেরা বিশ্বাস করে এই দিনে ব্রক্ষপুত্র নদের জলে স্নান করলে তাদের গত এক বছরে পাপ মোচন হয় বলে জানান।
শনিবার ( ৫ এপ্রিল) বাংলা চৈত্র মাসেথ ২২ তারিখে ভোরের দিকে ব্রহ্মপুত্রের নদের পাড়ে অবস্থিত শেরপুর জামালপুর নামক ব্রীজ পাড়ে নিচে মহাঅষ্টমী পুণ্য স্নানোৎসব অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবছর চৈত্র মাসের অষ্টমী তিথিতে এই স্থানে ব্রহ্মপুত্র নদে পুণ্যস্নানার্থে দেশ-বিদেশের হাজার হাজার হিন্দু সনাতন ধর্মাবলম্বী ভক্তপ্রাণের আগমন ঘটে। ভক্তগণের বিশ্বাস এ সময় ব্রহ্মপুত্র নদে স্নান খুবই পুণ্যের, এ স্নানে ব্রহ্মার সন্তুষ্টি লাভ করে পাপমোচন হয়। এই স্নানই অষ্টমী স্নান নামে অভিহিত। অধিকাংশ স্থানীয় লোকজনের বিশ্বাস, চৈত্রের শুক্লাষ্টমীতে জগতের সকল পবিত্র স্থানের পুণ্য ব্রহ্মপুত্রে মিলিত হয়। নদীর জল স্পর্শমাত্রই সকলের পাপ মোচন হয়। যে এই পবিত্র জলে স্নান করে সে চিরমোক্ষ লাভ করে। শেরপুর, জামালপুর ব্রীজ পাড় নামক স্নানরত ভক্তগণ
স্নান উপলক্ষে জামালপুর ও শেরপুর জেলার ব্রীজ পাড়ের নিচে ২ কিলোমিটার দীর্ঘ এই তীর্থস্থানটি বিভিন্ন বয়সের ধর্মপ্রাণ ও পুণ্যার্থী মানুষের কলকোলাহলে মুখরিত হয়ে ওঠে। দীর্ঘ এলাকা জুড়ে তিন-চার দিনবাপী এক বিরাট মেলা বসে। এ মেলায় লোকজ ও কারুশিল্প থেকে শুরু করে সব রকম জিনিস পাওয়া যায়। মেলায় আশপাশের অঞ্চল থেকে বিভিন্ন সম্প্রদায়ের লোকজন সওদা করতে আসে। শেরপুর জামালপুরের সনাতন ধর্মাবলম্বীরা স্নানোৎসব শেষে পূজা পাঠের মধ্য দিয়ে এই মহাঅষ্টমী পুণ্য স্নানোৎসব শেষে করেন বলে জানান পূর্ণার্থীরা।