শেরপুরে এসএসসি, দাখিল, ভোকেশনাল সমমান প্রায় ৯ হাজার শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে

রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ০৬:৪০ বিকাল

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকল ১০টা থেকে সারাদেশে ন্যায় শেরপুরে এসএসসি, দাখিল, ভোকেশনাল সমমান পরীক্ষা শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে।
শেরপুরে এবার এসএসসি, দাখিল, ভোকেশনাল ও সমমান পরীক্ষায় প্রায় ৯ হাজার ৯৯৭ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন।
শেরপুর জেলা পৌর শহরস্থ সরকারি ভিক্টোরিয়া একাডেমি ও শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ জেলা, উপজেলা পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিক্ষা কেন্দ্রে গুলোতে উৎসব মুখোর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা।
শেরপুর জেলা শিক্ষা অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী এবার শেরপুরে জেলা ও উপজেলা পর্যায়ে সদর উপজেলা সহ ৫টি উপজেলায় ৯টি কেন্দ্রে এসএসসি পরিক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৮৭৬ জন, দাখিলের ১টি কেন্দ্রে ৭৯৪ জন, ভোকেশনাল ১টি কেন্দ্রে ৩২৭ জন, নকলা উপজেলায় ৮টি কেন্দ্রে এসএসসিতে ২ হাজার ৮৪৯ জন, দাখিলের ১টি কেন্দ্রে ৬২৫ জন, ভোকেশনালের ১ কেন্দ্রে ১৩৬ জন। নালিতাবাড়ী উপজেলায় ৪টি কেন্দ্রে এসএসসিতে ১ হাজার ৮৮৬টি, দাখিলের ১টি কেন্দ্রে ৬৩৩ জন ও ভোকেশনালের ১ টি কেন্দ্রে ২১০ জন। শ্রীবরদী উপজেলায় এসএসসিতে ৫টি কেন্দ্রে ২ হাজার ৬১০ জন, দাখিলে ১টি কেন্দ্রে ৫৭৪ জন, ভোকেশনালে ২ টি কেন্দ্রে ২২৫ জন। ঝিনাইগাতী উপজেলায় এসএসসিতে ৫ টি কেন্দ্রে ১ হাজার ৮৮৩ জন, দাখিলে ১ টি কেন্দ্রে ৩৯০ জন, ভোকেশনালে ১ টি কেন্দ্রে ১১৪ জন। শেরপুর জেলায় মোট এসএসসি পরীক্ষার্থী হলো ৩১ কেন্দ্রে ১৪ হাজার ১০১জন, দাখিলের ৫টি কেন্দ্রে ৩ হাজার ১৬ জন এবং ভোকেশনালের ৭ টি কেন্দ্রে ১ হাজার ৩১২ জন পরীক্ষার্থী রয়েছে বলে জানা গেছে।