সর্বাধুনিক যুদ্ধজাহাজ তৈরি করছে উত্তর কোরিয়া

আরবান ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ১১:০৫ দুপুর

জাতিসংঘের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও শক্তিশালী যুদ্ধজাহাজ নির্মাণ করছে উত্তর কোরিয়া। সম্প্রতি স্যাটেলাইট থেকে নেওয়া ছবিতে বিষয়টি ধরা পড়েছে। ধারণা করা হচ্ছে, যুদ্ধজাহাজটি হবে দেশটির সবচেয়ে অত্যাধুনিক, বৃহত্তম ও শক্তিশালী।
দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞদের দাবি, রাশিয়া এ বিষয়ে উত্তর কোরিয়াকে প্রযুক্তিগত সাহায্য করতে পারে।
সোমবার (১৪ এপ্রিল) সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গত ৬ এপ্রিল যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ম্যাক্সার টেকনোলজিস অ্যান্ড প্ল্যানেট ল্যাব স্যাটেলাইটের মাধ্যমে ছবিটি তোলে। উত্তর কোরিয়ার পশ্চিম উপকূলে নামপো শিপইয়ার্ডে জাহাজটির নির্মাণ কাজ চলছে। নামপোর অবস্থান রাজধানী পিয়ং ইয়ং থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে।
ছবিটি দেখে বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধজাহাজটি শক্তিশালী ক্ষেপনাস্ত্র বহন করার ক্ষমতা রাখবে। যা সহজেই সাগরের পাশাপাশিকে ভূমিতেও আঘাত করতে পারবে। তবে বিষয়টি বিশেষজ্ঞদের অবাক করেনি। কারণ সম্প্রতি উত্তর কোরিয়ার প্রধান নেতা কিম জং উন সামরিক বাহিনীকে শক্তিশালী করছেন। তিনি শক্তিশালী ক্ষেপনাস্ত্র নির্মাণে গুরুত্ব দিচ্ছেন যা যুক্তরাষ্ট্রের যেকোনো এলাকায় আঘাত হানতে সক্ষম।
বিশ্লেষকরা জানান, নির্মাণাধীন যুদ্ধজাহাজ রাডারসহ অন্যান্য বিষয়ে বেশ অত্যাধুনিক হবে। সামর্থ ও টিকে থাকার বিষয়ে বেশ শক্তিশালী হবে। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলোর সাথে এ নিয়ে তুলনাও করা হচ্ছে।
তবে জাতিসংঘের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও উত্তর কোরিয়ার এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠেছে। এ ব্যাপারে দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞরা মস্কোকে সন্দেহ করছেন। দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞ ও নৌ বাহিনীর সাবেক কর্মকর্তা কিম দু কি জানান, যুদ্ধজাহাজটি নির্মাণে উত্তর কোরিয়াকে মস্কো প্রযুক্তিগত সাহায্য দিতে পারে।
ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর উত্তর কোরিয়ার সাথে রাশিয়ার সম্পর্ক বেশ ঘনিষ্ঠ হয়েছে।