পূর্বধলায় এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৪৩ জন

নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ১২:৩৬ দুপুর

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ৮ টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার প্রথম দিনের পরীক্ষায় মোট ৪৩জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এর মধ্যে এসএসসিতে ২১ জন, ভোকেশনাল শাখায় ৫ জন ও দাখিলে ১৭ জন অনুপস্থিত ছিল।
বৃহস্পতিবার সকাল ১০ টা পরীক্ষা শুরু হয়ে দুপুর ১ টায় শেষ হয়।
উপজেলার ৮ টি কেন্দ্রে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিচ্ছে। প্রতিটি কেন্দ্রে পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত অভিভাবকদের বাহিরে অপেক্ষা করতে দেখা যায়।
পূর্বধলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, পূর্বধলা উপজেলায় এ বছর এসএসসি ও সমমান পরীক্ষা দিচ্ছেন সর্বমোট- ৩হাজার ৬শ ৬জন। এবারের এসএসসি পরীক্ষায় উপজেলার ৪টি কেন্দ্রে মোট ২হাজার ৫শ ৪৫জন, দাখিল পরীক্ষায় ২টি কেন্দ্রে ৫০০শ জন ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ২টি কেন্দ্রে ৫শ ৬১জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন।
এ বছর এসএসসির নতুন কেন্দ্র হিসেবে যুক্ত করা হয়েছে পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয়।
পূর্বধলা জে.এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব নূরে আলম ছিদ্দিক মামুন জানান, নকলমুক্ত পরিবেশে কোমলমতি শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা নেয়ার জন্য সকল সুবিধা নিশ্চিত করা হয়েছে।
পূর্বধলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবু বকর সিদ্দিক জানান, শান্তিপূর্ণ পরিবেশে প্রথমদিনের এসএসসি ও সমামানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথমদিনে কোনো শিক্ষার্থী বহিষ্কার হয়নি।
পরীক্ষা চলাকালে প্রতিটি কেন্দ্র পরিদর্শন করেন, পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা কবির, সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবু বকর সিদ্দিক, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আব্দুল লতিফ মাসুদ।
উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির বলেন, পরীক্ষা সংক্রান্ত সকল নির্দেশনা সকলকে জানিয়ে দেওয়া হয়েছে এবং অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র গুলোতে রাখা হয়েছে কঠোর নজরদারি। আশা করা যাচ্ছে বাকি পরীক্ষাগুলো সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হবে।