শেরপুরে হাতি তাড়াতে টর্চ লাইট ও কেরোসিন তেল বিতরণ

রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ১২:৩৪ দুপুর

শেরপুরের শ্রীবরদীতে সিংগাবরুনা ও রানী শিমুল ইউনিয়নের উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় হাতির উপদ্রব হতে রক্ষা পেতে টর্চ লাইট ও কেরোসিন তেল বিতরণ করা হয়েছে।
৯ এপ্রিল বুধবার বিকেলে বালিজুড়ি এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদের সভাপতিত্বে ও বালিজুরি বিট কর্মকর্তা রাকিবুল হাসান রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বালিজুরি রেঞ্জ কর্মকর্তা মোঃ সুমন মিয়া, শ্রীবরদী মডেল প্রেস ক্লাবের সভাপতি মাসুদুর রহমান, ইউপি সদস্য সেলিম মিয়া প্রমুখ।
এসময় রানী শিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ, শ্রীবরদী মডেল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন সোহাগ, স্থানীয় ইউপি সদস্য ইআরটির সদস্যগণ উপস্থিত ছিলেন।