পূর্বধলায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

মো: জায়েজুল ইসলাম
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ০৭:২০ সকাল

বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে নেত্রকোণার পূর্বধলায় উপজেলা প্রশাসনের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার ১০ মার্চ উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: সাইদুর রহমান তালুকদার, পূর্বধলা থানার অফিসা ইনচার্জ (ওসি) মুহাম্মদ নুরুল আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান ফকির, উপজেলা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক শেখ আব্দুর রাশিদ, উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক হলুদ, পূর্বধলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: জায়েজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুলেমান কবির পাপ্পু, সমন্বয়ক প্রতিনিধি ফুয়াদ প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) নাজনীন আখতার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো: আব্দুল আজিজ তালুকদার, বীরমুক্তিযোদ্ধা মো: আব্দুল আজিজ, জারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডল নান্টু, হোগলা ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম আকন্দ খোকনসহ বিভিন্ন রাজনৈতিক ও অন্যান্য সংগঠন এবং প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।
সভায় উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির জানান, পহেলা বৈশাখে নববর্ষ উদযাপন উপলক্ষে রাষ্ট্রীয় নির্দেশনা অনুযায়ী বর্ণিল সাজে শুভাযাত্রা, চিত্রাংকন প্রতিযোগিতা, বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হবে। এতে সবাইকে উপস্থিতিসহ সবার সহযোগিতা কামনা করেন। পহেলা বৈশাখীর আগের দিন জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে পূর্বধলা সরকারি কলেজ ও পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় উদ্যোক্তাদের উদ্যোগে চৈত্রসংক্রান্তি মেলার আয়োজন হতে পারে বলে তিনি জানান। তবে মেলায় জুয়া বা অশ্লীলতা জাতীয় কোন কিছু করা যাবে না বলে তিনি নির্দেশনা দেন।