গোপন সংবাদের ভিত্তিতে ৬৩ বোতল ভারতীয় মদ উদ্ধার

মো: শরিফুল ইসলাম
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ১১:০০ দুপুর

৯ই এপ্রিল ২০২৫, (মঙ্গলবার) রাত আনুমানিক ২টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস টিম ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নিগার জামান ফিলিং স্টেশন (পেট্রোল পাম্প) সংলগ্ন পাকা রাস্তায় চেকপোস্ট স্থাপন করে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার লেঙ্গুরা হতে ঢাকাগামী ‘মা মনি এন্টারপ্রাইজ’ নামক একটি বাস (রেজি নং: ঢাকা মেট্রো ব-১৩-১০৬৬) থামিয়ে তল্লাশি চালানো হয়। বাসটির ড্রাইভার, সুপারভাইজার ও হেলপারের সহযোগিতায় বাসের পিছনের অতিরিক্ত চাকা রাখার স্থানে সুকৌশলে লুকানো তিনটি ছোট চটের বস্তা থেকে মোট ৬৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মদের বিস্তারিত বিবরণ নিম্নরূপঃ
ব্ল্যাক পিওর গ্রেইন ডিলাক্স হুইস্কি, ৩৭৫ মিলি – ১৮ বোতল
অফিসার'স চয়েস ব্লু পিওর গ্রেইন হুইস্কি, ৩৭৫ মিলি – ১৮ বোতল
অফিসার'স চয়েস ব্লু পিওর গ্রেইন হুইস্কি, ৭৫০ মিলি – ১০ বোতল
এসি ব্ল্যাক পিওর গ্রেইন ডিলাক্স হুইস্কি, ৭৫০ মিলি – ৯ বোতল
রয়্যাল স্ট্যাগ ডিলাক্স হুইস্কি, ৭৫০ মিলি – ৮ বোতল
মোট বোতল: ৬৩ টি যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৭৫ হাজার টাকা।
উক্ত মদ বাসের ড্রাইভার, হেলপার ও সুপারভাইজারের দেখানো মতে এবং তাদের নিজ হাতে উদ্ধার করে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত ভারতীয় মদ, অভিযুক্ত তিনজন ও বাসটি থানায় নিয়ে যাওয়া হয়। অভিযুক্তরা হলেন ১. ড্রাইভার: মোঃ কাজল মিয়া (বয়স: ২৭), পিতা: মৃত হাবিবুর রহমান, মাতা: মোছাঃ কামরুননাহার, গ্রাম: রামনগর (কুমুদগঞ্জ বাজার সংলগ্ন), থানা/উপজেলা: দুর্গাপুর, জেলা: নেত্রকোনা।
২. হেলপার: ইয়াসিন আরাফাত (বয়স: ২২), পিতা: মৃত জিয়াউর রহমান, মাতা: পেয়ারা আক্তার, গ্রাম: লক্ষীপুর, থানা/উপজেলা: দুর্গাপুর, জেলা: নেত্রকোনা।
৩. সুপারভাইজার: রিফাত মিয়া বাবু (বয়স: ২৪), পিতা: আইউন মিয়া, মাতা: মনোয়ারা বেগম, গ্রাম: শীতিপুর (৩নং ওয়ার্ড, ইউপি- কাকরকান্দা), থানা/উপজেলা: দুর্গাপুর, জেলা: নেত্রকোনা।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি )মনসুর আহমেদ জানান এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(২) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।