ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
শিরোনাম

পুলিশ সংস্কার কমিটির কাছে র‍্যাব বিলুপ্ত করার সুপারিশ বিএনপির


  আরবান ডেস্ক

প্রকাশ :  ১০ ডিসেম্বর ২০২৪, ০৪:৪২ দুপুর

ছবি সংগৃহীত

র‍্যাপিড আ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব) বিলুপ্ত করার সুপারিশ করেছে বিএনপি।এরই মধ্যে সরকারের পুলিশ সংস্কার কমিটির কাছে এই সুপারিশ করেছে দলটি। 
আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আওয়ামী লীগ সরকারের কারণে বিতর্কিত পুলিশ বাহিনীকে সংস্কারে পুলিশ কমিটি গঠন করেছে বিএনপি। পুলিশের গুম খুন দুর্নীতির কারণে দেশের মানুষ স্তম্ভিত। এই পরিস্থিতিতে পুলিশের সংস্কার ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

হাফিজ বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই বাহিনীকে সংস্কার রাষ্ট্রীয় দাবিতে পরিণত হয়েছে। এই লক্ষ্যেই উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে পুলিশ বাহিনীকে সঠিক দিক নির্দেশনা ও বাহিনীটিকে একটা নিরপেক্ষ বাহিনী করতে বিএনপির পক্ষ থেকে এই সুপারিশ মালা দিয়েছে পুলিশ কমিটি। এই কমিশন পুলিশ বাহিনীর ওয়াচডগ হিসেবে কাজ করবে। 

কর্মকাণ্ড বিবেচনা করে বিএনপির পুলিশ কমিটি র‍্যাবকে বিলুপ্ত করার সুপারিশ করেছে বলেও জানান মেজর হাফিজ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত