পাঁচ বিসিএস থেকে ১৮ হাজার ১৪৯ জন নিয়োগ দেবে সরকার
আরবান ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ০৩:০১ দুপুর
 (1)_original_1732438663.jpg)
পাঁচটি বিসিএসের মাধ্যমে মোট ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।
আজ রবিবার (২৪ নভেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, সরকার ৪৩ থেকে ৪৭তম বিসিএসে মোট ১৮ হাজার ১৫৪ জন প্রার্থী নিয়োগ দেবে। এর মধ্যে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে ১২ হাজার ৭১০ জন এবং নন-ক্যাডারে ৫ হাজার ৪৩৯ জন। বঞ্চিত কর্মকর্তাদের গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে বিদায় দেওয়া হবে।

_medium_1740025882.jpg)
_medium_1735447289.jpg)


_medium_1732078105.jpg)
_medium_1732075892.jpg)
