শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২
শিরোনাম

কলমাকান্দায় তারুণ্যের উৎসব এর আওতায় উপজেলা প্রশাসনের ব্যাডমিন্টন প্রতিযোগিতা


  ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি

প্রকাশ :  ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৪৬ বিকাল

নেত্রকোণার কলমাকান্দায় উপজেলা প্রশাসনেরউদ্যোগে তারুণ্যের উৎসব উৎযাপন  এ-র আওতায় ২ দিন ব্যাপি ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।। 
প্রতিযোগিতায়,উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা, কর্মচারি,ব্যাংক কর্মকর্তা, ক্রীড়া সংস্থার সদষ্য,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র ও বাজার কমিটির সভাপতি, সম্পাদকসহ ব্যবসায়িরা অংশ নেন।
 
সকলের স্ব-প্রণোদিত অংশ গ্রহন ও অনুপ্রেরনায় সকলেই মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 
 
পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজ নিজ অবস্থান থেকে স্বক্রীয় ভূমিকা পালন করে  নির্বাচন কমিশন কে সহযোগিতার অংগীকার করেন।
 
ইউএনও মাসুদুর রহমান জানান, ফী-বছর তরুণ তরুণী ও যুব যুবাদের নিয়ে এধরণের আয়োজন অব্যাহত থাকবে। খেলা শেষে অংশ গ্রহন কারিদের পুরস্কার প্রদান করা হয় ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয়। 
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত