শেরপুর রেড ক্রিসেন্ট সোসাইটির কম্বল বিতরণ
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৩৭ বিকাল

শেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে অন্তত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
১৬ই জানুয়ারি শুক্রবার সকালে শহরের কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে এ কম্বল বিতরণে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ।
সময় অন্যান্যের মধ্যে রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মান্নান, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, জেলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক ইসরাত পুতুলসহ যুব রেড ক্রিসেন্ট ও রেড ক্রিসেন্ট এর বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক ও পিপি এডভোকেট আব্দুল মান্নান জানায়, চলমান শীত মৌসুমে দুস্থদের কথা চিন্তা করে এ পর্যায়ে প্রায় দুই শতাধিক হত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হলো। পরবর্তীতে আরো কম্বল বেতন করা হবে।







