হবিগঞ্জ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় কসমেটিকস ও গাঁজা জব্দ
মো: মহিউদ্দিন আহাম্মেদ
প্রকাশ : ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৩৫ বিকাল

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পৃথক দুটি অভিযানে প্রায় ৬২ লক্ষ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস ও ২০ কেজি গাঁজা জব্দ করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে হবিগঞ্জ ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল মাধবপুর উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়। সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকের ভেতরে ধানের তুষ ভর্তি বস্তার নিচে অভিনব কায়দায় লুকানো বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয় এবং তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।
অপর অভিযানে, একই দিন রাতে চুনারুঘাট উপজেলার চিমটিবিল বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাসপাড়া রাবার এলাকায় অভিযান চালিয়ে ঝোপঝাড়ের ভেতরে লুকানো অবস্থায় মালিকবিহীন ২০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে।
জব্দকৃত ভারতীয় কসমেটিকস ও গাঁজার মোট সিজার মূল্য প্রায় ৬২ লক্ষ টাকা বলে জানিয়েছে বিজিবি।
আজ দুপুরে এক সংবাদ বিজ্ঞাপ্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক কর্নেল তানজিলুর রহমান জানান,সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। চোরাকারবারিরা নানা অভিনব কৌশল অবলম্বন করলেও বিজিবির সতর্ক নজরদারি ও গোয়েন্দা তৎপরতার কারণে তাদের অপচেষ্টা ব্যর্থ হচ্ছে।
তিনি আর ও জানায়, উদ্ধারকৃত ভারতীয় মাদক ও চোরাইপণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে চোরাচালান চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।







