জামালপুর পাবলিক লাইব্রেরিকে পাঠকপ্রিয়তা এবং লাইব্রেরিকেন্দ্রিক সৃজনশীল কর্মতৎপরতা বৃদ্ধির লক্ষ্যে পাবলিক লাইব্রেরিতে ১৫ জানুয়ারি, বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় অভিনব এক অনুষ্ঠান। ‘বই পড়ার আনন্দে পিঠা উৎসবের রঙে’ এ স্লোগানকে সামনে রেখে জামালপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উৎসবের উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। তিনি নতুন প্রজন্মের ছাত্র, ছাত্রীদের বই পড়ার গুরুত্ব তুলে ধরে বলেন. একটি বইয়ের একটি লাইন জীবন বদলে দিতে পারে। লাইব্রেরিকেন্দ্রিক সৃজনশীল কর্মকাণ্ড বৃদ্ধি করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর প্রতিমাসে একবার হলেও অনুষ্ঠান করা হবে। তিনি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখানে নানা সেমিনার, সভা করাসহ সংস্কৃতিসেবী ও পাঠকদের সরব উপস্থিতি নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অংশ নেন জামালপুর পৌরসভার প্রশাসক মৌসুমী খানম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুমী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুছ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম, জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজনীন আখতার।
এতে আলোচনায় অংশ নেন জামালপুর পাবলিক লাইব্রেরির আজীবন সদস্য কবি সাযযাদ আনসারী ও বাংলারচিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম, শিক্ষার্থীদের মাঝে ইন্দ্রনীল দে, জারিফ আরিয়ান, তামজিদ আক্তার, মুস্তাইন বিল্লাহ, হাসানুল ইসলাম, মোহাইমিন ইসলাম, আজমাইন জারিফ, মুন্তাসির আল মাহমুদ, সৈয়দা জুনায়না জান্নাত প্রমুখ।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের বুদ্ধিদীপ্ত বক্তব্যে জেলা প্রশাসকসহ উপস্থিত শিক্ষক, অভিভাবক ও অতিথিরা বিস্ময় প্রকাশ করেন। পরে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে হরেকরকম পিঠা, পুলি, ঝালমুড়ি দিয়ে আপ্যায়ন করা হয়।