জামালপুর আম্বিয়া ইয়াকুব বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন উদ্বোধন করেন জেলা প্রশাসক হাছিনা বেগম

মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১১:৩৪ দুপুর
_original_1752644049.jpg)
জামালপুর সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের ভালুকা আম্বিয়া ইয়াকুব বালিকা উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন, জামালপুর সদর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকি, সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন, জামালপুর সদর উপজেলার সমাজসেবা অফিসার মো: শাহাদৎ হোসেন, ৪৪তম বিসিএস-এ নবনিযুক্ত ম্যাজিষ্ট্রেট তানিয়া তাসলিম, শ্রীপুর ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ মাসুম, ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাকির হোসেন খোকন, ইউপি সচিব (প্রশাসনিক কর্মকর্তা) মোঃ রফিকুল ইসলাম, আম্বিয়া ইয়াকুব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিক-উল-আলম। বৃক্ষরোপন কর্মসূচীর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে তামাক ও মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মাদক থেকে সকলকে দূরে থাকতে হবে। মাদক একটি অভিশাপ। এর প্রতিরোধের জন্য কমিটি গঠন করতে হবে।
আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকি বলেন, পড়ালেখার কোন বিকল্প নেই। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সামাজিক কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের জিপিএ ৫ প্রাপ্ত একজন শিক্ষার্থীকে পুরষ্কার প্রদান করা হয়। সেই সাথে অসহায় দুই শিক্ষার্থীর পরিবারের জন্য শুকনো খাবার প্রদান করা হয়। বিদ্যালয় সংষ্কারের জন্য ঢেউটিন বিতরণ করা হয়।