কলমাকান্দায় ২০ হাজার আকাশমণি ও ইউক্যালিপটাস চারা ধ্বংস

ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১০:৫৩ দুপুর

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পরিবেশের জন্য ক্ষতিকর আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের ২০,৬০০টি চারা ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার নাজিরপুর ইউনিয়নের কুয়ারপুর গ্রামের হান্নান মিয়ার নার্সারিতে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
বন ও পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ যৌথভাবে এই চারা ধ্বংস কার্যক্রম পরিচালনা করে। কৃষি বিভাগ জানায়, কলমাকান্দা উপজেলার বিভিন্ন গ্রামে গড়ে ওঠা ব্যক্তিগত নার্সারিগুলোতে দীর্ঘদিন ধরে পরিবেশবিধ্বংসী গাছের চারা উৎপাদন ও বিপণন হচ্ছিল। সম্প্রতি এসব গাছ রোপণে সরকারি নিষেধাজ্ঞা জারি হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়।
এর আগে উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তারা নার্সারিগুলোতে গিয়ে চারা গণনা করেন। পরে ক্ষতিগ্রস্ত তিনটি নার্সারির মালিকদের মাঝে চারা ধ্বংসের বিনিময়ে আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইজুল ওয়াসীমা নাহাত, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ নুরুজ্জামান, অতিরিক্ত উপপরিচালক মোখশেদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।
এর পাশাপাশি, পরিবেশবান্ধব গাছ রোপণে উৎসাহ দিতে উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিভিন্ন ধরনের সবজি বীজ বিতরণ করা হয়।