জামালপুরের বকশীগঞ্জে দোস্ত এইডের উদ্যোগে ৭০টি টিউবওয়েল বিতরণ

মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১০:৫০ দুপুর

নিরাপদ পানি, সুস্থ জীবন এই শ্লোগানকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে ৭০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বকশীগঞ্জ সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এসব টিউবওয়েল ও টিউবওয়েল স্থাপন সামগ্রী হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ রানা। তিনি বলেন, নিরাপদ পানি পাওয়া এখনো অনেক গ্রামের মানুষের জন্য চ্যালেঞ্জ। দোস্ত এইডের এই উদ্যোগ শুধু একটি সহায়তা নয়, এটি একটি মানবিক উন্নয়নের উদাহরণ। এই ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং সরকারের প্রচেষ্টাকে সহায়তা করে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দোস্ত এইডের পাবলিক রিলেশন অফিসার মো: মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিকবৃন্দ।
দোস্ত এইডের পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি টিউবওয়েলের সঙ্গে মানসম্মত এবং টেকসই প্লাটফর্ম নির্মাণ করে দেওয়া হচ্ছে, যাতে পানি ব্যবহার স্বাস্থ্যসম্মত এবং দীর্ঘস্থায়ী হয়। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে নারীপ্রধান পরিবার, প্রতিবন্ধী সদস্যবিশিষ্ট পরিবার এবং যেসব পরিবার এখনো নিরাপদ পানির সুবিধা থেকে বঞ্চিত।

দোস্ত এইডের পাবলিক রিলেশন অফিসার মো: মুজাহিদুল ইসলাম জানান, পানি একটি মৌলিক অধিকার, যা টেকসই উন্নয়নের ভিত্তি। আমরা বিশ্বাস করি, একটি টিউবওয়েল শুধু পানি সরবরাহ করে না, এটি একটি পরিবারকে স্বাস্থ্য, স্বস্তি ও সম্মানের জীবনের পথে এগিয়ে নেয়।
স্থানীয় এক উপকারভোগী নারী জানান, আমার স্বামী নেই, তিন সন্তান নিয়ে অনেক কষ্টে দিন কাটে। আগে দূরের পুকুর থেকে পানি আনতে হতো, যা খুব কষ্টসাধ্য ছিল। এখন ঘরের পাশে টিউবওয়েল পেয়ে খুব উপকার হয়েছে, যেন আল্লাহ আমাদের দিকেই তাকিয়েছেন।
প্রসঙ্গত, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে অসহায় ও দরিদ্র মানুষের জন্য খাদ্য, চিকিৎসা, শিক্ষা, পানি, স্যানিটেশন এবং জীবিকাভিত্তিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।