বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

জামালপুরে এতিমখানার শিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা উপকরণ বিতরণ


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৬ জুলাই ২০২৫, ১০:৪০ দুপুর

১৫ জুলাই রোজ মঙ্গলবার জামালপুরে হালুয়া রাজার চহট্ট হাফেজিয়া ও আব্বাছিয়া এতিমখানার শিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হাছিনা বেগম। 
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন জামালপুর সদর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার, জিন্নাত শহীদ পিংকি। 
 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার, জেলা দুর্যোগ ও ত্রান কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, আব্দুল আলীম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, স্থানীয় ও জেলা পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
 
অনুষ্ঠানে শিশুদের জন্য শুকনো খাবার, বিভিন্ন শিক্ষা উপকরণ, ছাতা ইত্যাদি বিতরণ করা হয়। এছাড়া বৃক্ষরোপণ কর্মসূচি, পরিচ্ছন্নতা কর্মসূচি, মশা নিধন অভিযান কর্মসূচি ও অনুষ্ঠিত হয়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত