বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র সফল হবে না: এস.এম. ফয়সল

মো: মহিউদ্দিন আহাম্মেদ
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৫:৫২ বিকাল
_original_1752580297.jpg)
বিএনপির বিরুদ্ধে নতুন করে শুরু হওয়া ষড়যন্ত্র কোনোভাবেই সফল হবে না বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ মোঃ ফয়সল। তিনি বলেন, “গত ১৬ বছর ধরে পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপির লাখো নেতাকর্মী জীবন বাজি রেখে সংগ্রাম করেছে। জুলাই বিপ্লবেও অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন। এই ত্যাগ ও সংগ্রামের ফলেই জুলুমবাজ সরকারের পতন হয়েছে।”
তিনি আরও বলেন, “বিএনপি দেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক সংগঠন। অথচ একটি অপশক্তি বিএনপির অবদানকে খাটো করে দেখতে চায়। ঢাকার মিডফোর্ড হাসপাতালে সোহাগ হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে, যা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। বিএনপি নির্বাচনমুখী গণতান্ত্রিক দল। এসব চক্রান্ত করে কোনো লাভ হবে না।”
এস.এম. ফয়সল মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় মাধবপুর উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শিক্ষক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, সায়হাম কটন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ মোঃ ইশতিয়াক, সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, পৌর বিএনপির সভাপতি মোঃ গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, এ বছর উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪৫০ জন মেধাবী ও গরিব শিক্ষার্থীর মাঝে প্রায় ৯ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
গত কয়েক বছর ধরে মাধবপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে মেধা ও মানবিক বিবেচনায় শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও শিক্ষায় আগ্রহ সৃষ্টি করেছে।