নেত্রকোণার বারহাট্টায় বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ওমর ফারুক আহম্মদ
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ১১:৫৫ দুপুর
_original_1743227684.jpg)
নেত্রকোনার বারহাট্টায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বারহাট্টা ঈদগাহ মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলা ও উপজেলার নেতৃত্ববৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় ইফতার মাহফিলে স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষক, মজিদের ইমাম ও সাংবাদিকসহ সুধীজনরা উপস্থিত ছিলেন আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও দেশবাসীর জন্য দোয়া করা হয়।এসময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস,এম মনিরুজ্জামান দুদু,যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুলাইমান হাসান রুবেল, সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ মুন্না সহ জেলা বিএনপির ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্ববৃন্দ।বারহাট্টা থেকে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা বিএনপির আহবায়ক মুস্তাক আহমেদ, সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার,সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ, উপজেলা বিএনপির সদস্য সচিব আশিক আহমেদ কমল,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল্লাহ সোহেল সহ উপজেলা যুবদল,ছাত্রদল সহ সকল অঙ্গসংগঠনের নেতারা।