কেন্দুয়ায় জাতীয় নাগরিক কমিটির আলোচনা সভা

ফয়সাল চৌধুরী
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫১ রাত
 (1)_original_1738588198.jpg)
নেত্রকোণার কেন্দুয়ায় ২৪'এর জুলাই-আগষ্ট আলোচনায় জুলাই আগষ্ট গনঅভ্যুত্থান নিয়ে এক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় সকল স্তরের জনসাধারণ কাছে গনঅভ্যুত্থানের ত্যাগ,অর্জন ও করনীয় বিষয়ে আলোচনা হয়।
সভায় জাতীয় নাগরিক কমিটির নেত্রকোনার সংগঠক প্রকৌশলী মোঃ শেখ জামাল আবির, মদন উপজেলার সংগঠক মোঃ আব্দুল কাইয়ূম, খালিয়াজুড়ির সংগঠক মোঃ মিনহাজ উদ্দিন চৌধুরী, কেন্দুয়া উপজেলার সংগঠক কার্তিক দত্ত, মাহিন আকন্দসহ স্থানীয় প্রতিনিধিগন নিজ নিজ বক্তব্য ও অভিমত ব্যাক্ত করেন।
এসময় দেশের নতুন রাজনৈতিক বন্দবস্ত, গনঅভ্যুত্থানে আহত ও নিহতদের ক্ষতি পূরনসহ পূর্ণবাসন, রাষ্ট্রের সম্পদের সুষ্ঠ ব্যবহার নিশ্চিত করা ও তরুণদের রাজনৈতিক দলের আকাঙ্খা পূরণে অপরিহার্যতা বিষয়ে দাবি উঠে। স্থানীয় পর্যায়ে জাতীয় নাগরিক কমিটির জনমত তৈরিতে নিয়মিত জনবান্ধন কর্মসূচি প্রদানের জোড় দাবি জানান। এসময় জেলা সংগঠক প্রকৌশলী মোঃ শেখ জামাল আবির, সবার কথা মনযোগ দিয়ে শুনেন এবং সকল বিষয় কেন্দ্রকে জানিয়ে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। আগামীর বাংলাদেশ গঠনে অবদান রাখতে আহবান জানান।