ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
শিরোনাম

পঞ্চগড় সদর উপজেলার কালব এর নির্বাচন সম্পন্ন


  মো: নাজিম উদ্দিন, পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ :  ০৮ ডিসেম্বর ২০২৪, ১১:০৩ রাত

গতকাল পঞ্চগড় সদর উপজেলা উপজেলা শি: কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের (কালব) এর দ্বি-বার্ষিক নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা ২০২৩-২০২৪ পঞ্চগড় জেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।  

প্রথম পর্বে  সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আনন্দঘন পরিবেশে ভোট প্রদান শেষে নির্বাচন মন্ডলী কর্তৃক গণনার পর নির্বাচন পরিচালনা দলের সভাপতি রোকেয়া খাতুন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

ফলাফলে চেয়ারম্যান হিসেবে জনাব ফারুক আহম্মেদ, সেক্রেটারী হিসেবে আতাউর রহমান এবং ট্রেজারার হিসেবে জনাব আহসান হাবীব পাটোয়ারীকে নির্বাচিত ঘোষণা করেন। ৯৮৩ জন মোট ভোটারের মধ্যে ৯২০জন উপস্থিত ছিল।

ফলাফল ঘোষণার পর ২য় পর্বে পুরাতন কমিটি বিদায় ও নতুন কমিটি সকলের সাথে পরিচয় হন। নব-নির্বাচিত কমিটি সদর উপজেলা শি: কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের (কালব) সদুর প্রসারী উন্নয়ন কার্যক্রম পরিচালনার অংগীকার ব্যক্ত করেন। পরে সাধারণ সভার অন্যান্য কার্য পরিচালনা করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত