বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২
শিরোনাম

শান্তিগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন


  শহীদুল ইসলাম রেদুয়ান, শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ :  ২৩ অক্টোবর ২০২৫, ০৪:২১ দুপুর

সড়ক হবে নিরাপদ, দেশের হবে উন্নত অগ্রযাত্রা এই প্রতিপাদ্যে শান্তিগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
 
বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তারেক জামিল অপু, শান্তিগঞ্জ থানার উপপরিদর্শক নোবেল, শান্তিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবু সাইদ,সাংবাদিক নোহান আরেফিন নেওয়াজ ও, বিএনপি নেতা মহির উদ্দিন ও ফরিদ উদ্দিন সহ বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের প্রতিনিধি, ইজিবাইক ও সিএনজি চালকরা অংশ নেন।
 
আলোচনা সভায় ইউএনও সুকান্ত সাহা বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে এখনই কঠোর হতে হবে-জীবন বাঁচাতে আইন মানা ছাড়া বিকল্প নেই। চালকদের ট্রাফিক আইন মেনে চলা, বৈধ ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র নিশ্চিত করা, বেপরোয়া গতি নিয়ন্ত্রণ ও ন্যায্য ভাড়া নেওয়ার আহ্বান জানানো হয়।
 
বক্তারা বলেন, নিরাপদ সড়ক কেবল সরকারের নয়-প্রতিটি নাগরিকের দায়িত্ব ও সচেতনতার প্রতিফলনেই সম্ভব নিরাপদ বাংলাদেশ গড়া।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত