ভালুকায় তালাবদ্ধ করে বসতঘরে অগ্নিসংযোগ অল্পের জন্য রক্ষা পেল পরিবার

আবুল বাশার শেখ
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৪:৪৯ দুপুর

ময়মনসিংহের ভালুকায় বাহিরে তালা বদ্ধ করে বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের মামারিশপুর দক্ষিণ পাড়া গ্রামের মিজানুর রহমান সোহাগের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক পৌনে দুইটার দিকে দুর্বৃত্তরা মিজানুর রহমান সোহাগের টিনশেড বাড়ির মূল গেইট বাইরে থেকে তালা বেঁধে দেয়। এরপর ঘরের দক্ষিণ পাশে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাতরা।
গৃহকর্তা মিজানুর রহমান সোহাগ জানান, পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ধোঁয়া ও আগুনের টের পেয়ে ঘুম ভাঙে তাদের। বাইরে যেতে গেলে দেখা যায়, গেট তালাবদ্ধ। পরে তারা গেইট ভেঙে বাইরে বের হয়ে ডাক-চিৎকার শুরু করেন এবং স্থানীয়দের সহায়তায় নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও পুরো পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। ঘটনার পর মিজানুর রহমান রাতেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে ভালুকা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।