ভালুকায় স্যাটেলাইট টেলিভিশন এন টিভি'র ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আবুল বাশার শেখ
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০৩:২৪ দুপুর

ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার (০৫ জুলাই) দুপুরে এন টিভির গৌরবময় ২২তম বছর পেরিয়ে ২৩তম বর্ষে পর্দাপণ উপলক্ষ্যে ভালুকা প্রেসকাব মিলনায়তনে আলোচনা সভা, দোয়া মাহফিল, র্যালি ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির যুগ্ন-আহ্বায়ক সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও এনটিভি ভালুকা উপজেলা প্রতিনিধি মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জননেতা আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি ইকবাল হোসেন, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, বিএনপি যুগ্ন আহ্বায়ক মোঃ মজিবুর রহমান মজু, রুহুল আমিন, নাসিরুদ্দিন সরকার।
এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির সাইফুল্লাহ পাঠান ফজলু, শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ, দপ্তর সম্পাক ডাঃ হাফিজুল ইসলাম,স্বেচ্ছাসেবক দল নেতা কায়সার আহমেদ কাজল, সজিবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।উক্ত অনুষ্ঠানে বক্তারা আলোচনা সভায় এনটিভি গৌরবময় পথচলা, গণমাধ্যমে সামাজিক দায়বদ্ধতা ও দেশের অগ্রগতি উন্নয়নে এনটিভির ভূমিকা আলোচনা করে এবং চ্যানেলটির ভবিষ্যৎ উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরিশেষে দেশবাসী ও এনটিভির জন্য দোয়া প্রার্থনা করে মোনাজাত করা হয়।