সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি

মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০২:৫৪ দুপুর

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বাউসি চন্দনপুর গ্রামে সম্প্রতি সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে মানবিক ও সেবামূলক প্রতিষ্ঠান দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে সংস্থাটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে জরুরি খাদ্য সহায়তা প্রদান করা হয়। প্রতিটি পরিবারের জন্য প্রায় দুই মাসের খাদ্য সহায়তা হিসেবে সরবরাহ করা হয় চাল, ডাল, ভোজ্যতেল, আলু, পেঁয়াজ, লবণ, রসুন এবং প্রয়োজনীয় বিভিন্ন ধরনের মসলা।
সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির সিনিয়র এক্সিকিউটিভ শওকত মিয়া, এক্সিকিউটিভ শেখ সাদী, দৈনিক সময়ের কন্ঠস্বরেরর রিপোর্টার স্বপন মাহমুদ, আমার সংবাদের রিপোর্টার রাইসুল ইসলাম খোকন, ফাল্গুনী টেলিভিশনের রিপোর্টার সাইদ মাহমুদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবকগণ।
দোস্ত এইড-এর সিনিয়র এক্সিকিউটিভ শওকত মিয়া বলেন- “মানবিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল অঙ্গীকার। আমরা চাই, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন প্রাথমিকভাবে কিছুটা স্বস্তি ফিরে পায় এবং নতুনভাবে ঘুরে দাঁড়ানোর সাহস সঞ্চয় করতে পারে।”
সহায়তা গ্রহণকারী পরিবারগুলোর সদস্যরা দোস্ত এইড-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান যে এই সহায়তা তাদের সংকটকালীন মুহূর্তে ভরসা হয়ে এসেছে। তারা বলেন, আগুনে সবকিছু হারিয়ে ফেললেও এই সহায়তা নতুন করে বাঁচার প্রেরণা জুগিয়েছে।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দোস্ত এইড-এর এমন সময়োপযোগী ও মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ২২ জুন সরিষাবাড়ী উপজেলার বাউসি চন্দনপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের ঘরবাড়ি, গবাদিপশু, আসবাবপত্র ও একটি অটোরিকশা পুড়ে যায়। আগুনে কয়েকজন সদস্য আহত হন এবং পরিবারগুলো চরম মানবিক সংকটে পড়ে।
দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি ভবিষ্যতেও দুর্যোগ ও বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।