নেত্রকোণায় মহুয়া গীতিনাট্য অনুষ্ঠিত

ফয়সাল চৌধুরী
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০২:২২ দুপুর

নেত্রকোণা জেলা পাবলিক হলে জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির উদ্যোগে মহুয়া গীতিনাট্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যায় জেলা পাবলিক হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মনিরুজ্জামান দুদু, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, নেত্রকোণা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরীসহ এনসিপির কেন্দ্রীয় সংগঠক ফাহিম রহমান খান পাঠান, জেলা প্রশাসনের কর্মকর্তাসহ গণমাধ্যম কর্মীগণ।