পূর্বধলায় শিক্ষক পরিবারের জমি দখল, ফসল, গাছ ও মাছ লুটের অভিযোগ

নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০৪:২৭ দুপুর

নেত্রকোনার পূর্বধলায় এক শিক্ষক পরিবারের জমি জোরপূর্বক দখল, ফসল কাটা, গাছ কেটে নেওয়া ও পুকুরের মাছ লুটের অভিযোগ উঠেছে।
উপজেলার আগিয়া ইউনিয়নের সাত্যাটি গ্রামে এই ঘটনা ঘটে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী শিক্ষক আনিছুর রহমান খান (৩৮) অভিযোগ করেন, তার পৈতৃক এবং দীর্ঘদিনের ভোগদখলকৃত জমি দখলের উদ্দেশ্যে একই গ্রামের নজরুল ইসলাম বাবুলের নেতৃত্বে ৭-৮ জন ব্যক্তি তার জমিতে হামলা চালায়। অভিযুক্তরা জোরপূর্বক জমির ধান কেটে নেয়, পুকুরের মাছ ধরে, গাছ কেটে ফেলে এবং সেখানে ঘর তুলতে শুরু করে। বাধা দিতে গেলে শিক্ষক ও তার পরিবারকে ভয়ভীতি দেখানো হয় এবং হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
আনিছুর রহমান খান বলেন, “আমার দাদা ও বাবার কাছ থেকে পাওয়া সাব-কাওলা জমিতে আমরা শান্তিতে বসবাস করছিলাম। কিন্তু তারা আমাদের জমি দখলের চেষ্টা করছে। এখন পরিবার নিয়ে আমরা আতঙ্কে আছি।”
এ ঘটনায় শিক্ষক আনিছুর রহমান খান বাদী হয়ে নজরুল ইসলাম খানসহ সাতজনের বিরুদ্ধে পূর্বধলা থানায় এবং আদালতে অভিযোগ করেছেন। বর্তমানে মামলার আসামিরা জামিনে রয়েছেন।
অভিযুক্ত নজরুল ইসলাম খান বলেন, "আমি কারও জমি দখল করিনি। আমাদের নিজেদের জমিতে ঘর তুলেছি, আমাদের পুকুরে মাছ ধরেছি এবং আমাদের জমির ধান কেটেছি। শিক্ষক আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন।"
এ বিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুল আলম বলেন, "সাত্যাটি গ্রামের জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষের আশঙ্কা রয়েছে। অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। উভয় পক্ষের সঙ্গে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"