বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১
শিরোনাম

বিমান টিকিটের দাম বাড়ায় মালয়েশিয়া প্রবাসীদের ক্ষোভ


  আরবান ডেস্ক

প্রকাশ :  ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০১ দুপুর

বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের টেকসই উন্নয়ন এবং শক্তিশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংস্কারের কাজ শুরু করলেও বিমান টিকিটের সিন্ডিকেট, অভিবাসী কর্মী প্রেরণে ব্যয় বৃদ্ধি এবং এসব সিন্ডিকেট ভাঙার জন্য কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ হয়নি বলে মনে করছেন প্রবাসীরা। বরং, দুর্নীতিবাজ সিন্ডিকেট গ্রুপ আরো শক্তিশালী হচ্ছে, যা প্রবাসীদের জন্য নতুন সমস্যা সৃষ্টি করেছে।

এ ধরনের অন্যায় চাপিয়ে দেওয়ার প্রতিবাদে রবিবার (৯ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি অভিজাত রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন আয়োজন করে প্রবাসী অধিকার পরিষদের মালয়েশিয়া শাখার মহানগর কমিটি।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নেতারা বলেন, “আমরা অতীতেও দেখেছি, বর্তমানেও দেখছি, যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, প্রবাসীদের জন্য তেমন কোন ভালো পরিবর্তন আনা হয়নি। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা একজন প্রবাসী, তাই প্রবাসীদের চাওয়া-পাওয়ায় তিনি দক্ষতার পরিচয় দেবেন বলে আমরা আশা করি।”

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন মোহাম্মদ আল-আমিন, সাধারণ সম্পাদক, কুয়ালালামপুর মহানগর। সম্মেলন পরিচালনা করেন মামুন মিয়া, সহ-সভাপতি, কুয়ালালামপুর মহানগর।
সংগঠনের যৌক্তিক দাবি তুলে ধরেন আবদুল আওয়াল, সহ-সাধারণ সম্পাদক, কুয়ালালামপুর মহানগর। এ সময় উপস্থিত ছিলেন মো. শাহজান মিটু, সভাপতি, মালয়েশিয়া কার্যনির্বাহী কমিটি, আমির হোসেন, সিনিয়র সহ-সভাপতি, মালয়েশিয়া কার্যনির্বাহী, এবং এইচ এম হাসান, সাধারণ সম্পাদক, মালয়েশিয়া কার্যনির্বাহী।

এতে আরো উপস্থিত ছিলেন আশিকুর রহমান, আল শাহরিয়ার, মারুফসহ অনেকেই। প্রবাসীরা হুঁশিয়ারি দেন যে, বিমান টিকিটের সিন্ডিকেটের লাগাম ধরতে না পারলে রেমিটেন্স শাটডাউন ঘোষণা করবেন তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত