বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
শিরোনাম

বীক্ষণে নাট্যজন শাহাদত হোসেন খান হীলু স্মরণ 


  রফিকুল ইসলাম মানিক

প্রকাশ :  ০৩ জানুয়ারী ২০২৫, ০১:২৬ দুপুর

জাগাইছে জনে জনে প্রজ্ঞা স্পন্দন শ্লোগানে মুখরিত ময়মনসিংহ সাহিত্য সংসদ পাঠচক্র প্রকল্প বীক্ষণ আসর ২১৩০ শুক্রবার সকালে চেতনা সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আসরের আলোচ্য বিষয় নাট্যজন শাহাদাত হোসেন খান হীলু স্মরণ কথা।

আসরে সভাপতিত্ব করেন কবি ইয়াজদানী কোরায়শী। স্মরণালোচনা করেন সাবেক সংসদ সদস্য দেলোয়ার হোসেন খান দুুলু, অ্যাডভোকেট শিব্বির আহাম্মেদ লিটন, আব্দুল কাদের চৌধুরী মুন্না, শিল্পী জয়ন্ত কুমার তালুকদার শিবু, সুপ্রিয় কুমার বণিক, কবি ডেভিড অলক মন্ডল, এডভোকেট জাহিদুল ইসলাম পাঠান রুশো, রাসেল রনি প্রমুখ। 

স্বাগত বক্তব্য রাখেন কবি স্বাধীন চৌধুরী, সাধারণ সম্পাদক, ময়মনসিংহ সাহিত্য সংসদ। সঞ্চালনা করেন জুবায়েদ ইবনে সাঈদ, আহ্বায়ক, বীক্ষণ। 

উপস্থিত ছিলেন কবি জালাল উদ্দীন জামান,বাচিক শিল্পী  শেখ মাহবুব, এডভোকেট ছায়াফুল ইসলাম, কবি গোলাম হাক্কানী কোরায়শী, কবি আনোয়ারুল হাকিম পল্লব, কবি পারভেজ শিহাব, কবি রফিকুল ইসলাম মানিক, কবি মৌমিতা পাল, বাচিক শিল্পী স্বর্ণা চাকলাদার এ্যানি, বাচিক শিল্পী ঋতু ভট্টাচার্য,কবি জি সি দেবনাথ, কবি রাকিবুল হাসান, সানজিদা শাওন, তাসনিম চৌধুরী, সংবাদকর্মী নবী হোসেন লাদেন প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত