ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি-রোনালদো
আরবান ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪২ বিকাল
ফিফপ্রোর ২০২৪ সালের বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।ইউরোপের বাইরে গিয়ে খেললেও, এই দুই তারকা ফুটবলার এখনও বিশ্বজুড়ে সম্মানজনক পুরস্কারগুলোর তালিকায় জায়গা পাচ্ছেন।
মেসি ২০২৩ সালে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন এবং রোনালদো সৌদি আরবের আল নাসরে যোগ দেন। অনেকের ধারণা ছিল, ইউরোপ ছাড়ার পর তাদের আর বড় পুরস্কারের তালিকায় স্থান হবে না।
তবে, এই ধারণা ভুল প্রমাণিত হয়েছে, এবং তারা এখনো গুরুত্বপূর্ণ তালিকাগুলিতে জায়গা পাচ্ছেন।
ফিফপ্রোর বর্ষসেরা একাদশে ২৬ জন ফুটবলারের নাম রয়েছে, যাদের মধ্যে ইউরোপের বাইরে রয়েছেন শুধু মেসি ও রোনালদো। এই একাদশের ভোটিং পদ্ধতিতে ভোট দেন ফুটবলাররা নিজেই, যা একে আলাদা গুরুত্ব প্রদান করে। মেসি ১৭ বার এই একাদশে জায়গা পেয়েছেন, আর রোনালদো ১৫ বার।
২০০৭ সাল থেকে মেসি প্রতিবারই এই একাদশে ছিলেন, তবে রোনালদো ২০২২ ও ২০২৩ সালে সুযোগ পাননি।
এবারের সংক্ষিপ্ত তালিকায় ইউরোপীয় লিগের প্রভাব রয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের ১১ ফুটবলার জায়গা পেয়েছেন, তবে মোহাম্মদ সালাহ এই তালিকায় নেই। ম্যানচেস্টার সিটি থেকে সাতজন ফুটবলার (এডারসন, রুবেন দিয়াজ, কাইল ওয়াকার, রদ্রি, কেভিন ডি ব্রুইনা, ফিল ফোডেন ও আর্লিং হ্যালান্ড) স্থান পেয়েছেন।
আর রিয়াল মাদ্রিদের ৮ ফুটবলারও তালিকায় স্থান পেয়েছেন, যার মধ্যে কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র আছেন।
ফিফপ্রোর ২০২৪ সালের বিশ্ব একাদশের সংক্ষিপ্ত তালিকা:
গোলরক্ষক: এডারসন, এমিলিয়ানো মার্তিনেজ, ম্যানুয়াল নয়্যার।ডিফেন্ডার: দানি কারভাহাল, রুবেন দিয়াজ, ভার্জিল ফন ডাইক, জেরেমি ফ্রিমপং, আন্তোনিও রুডিগার, উইলিয়াম সালিবা, কাইল ওয়াকার।মিডফিল্ডার: জুড বেলিংহাম, কেভিন ডি ব্রুইনা, ফিল ফোডেন, টনি ক্রুস, লুকা মদরিচ, জামাল মুসিয়ালা, রদ্রি, ফেদেরিকো ভালভের্দে।ফরোয়ার্ড: আর্লিং হলান্ড, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, কোল পালমার, ক্রিস্টিয়ানো রোনালদো, ভিনিসিয়ুস জুনিয়র, লামিনে ইয়ামাল।