ঢাকা, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

খালাস পেলেও যে কারণে এখনই মুক্তি মিলছে না বাবরের 


  আরবান ডেস্ক

প্রকাশ :  ০১ ডিসেম্বর ২০২৪, ০৭:৫২ বিকাল

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

এদের মধ্যে তারেক রহমান দেশের বাইরে অবস্থান করছেন।

আর ঢাকার কেরানীগঞ্জের কারাগারে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।  

তিনি এই মামলায় খালাস পেলেও আরো কয়েকটি মামলা থাকায় এখনই কারাগার থেকে বের হতে পারছেন না লুৎফুজ্জামান বাবর।

রোববার (১ ডিসেম্বর) ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির এ তথ্য জানিয়েছেন।  

তিনি বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর খালাস পেয়েছেন।

তবে তিনি এখনই কারাগার থেকে বের হতে পারছেন না, তার বিরুদ্ধে আরো কয়েকটি মামলা চলছে।

মামলাগুলোর বিষয়ে তিনি বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরুজ্জামান বাবর খালাসের পাশাপাশি এখনো ওনার বিরুদ্ধে আরো ১১টি মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত