নেত্রকোনায় প্রতিবন্ধী দিবস উদযাপন
শহীদুল ইসলাম, মদন প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০৬ রাত
"অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ"এ স্লোগানে নেত্রকোনায় পালিত হয়েছে ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস।
দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন,জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।
নেত্রকোনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম কিবরিয়া চৌধুরী হেলিম,রাজুর বাজার কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ গোলাম মোস্তফা,সেরা'র নির্বাহী পরিচালক মজিবুর রহমান, মদনপুরের সাজিউরা অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্টাতা প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান প্রমূখ।
এ সময় সমাজসেবা কর্মকর্তা-কর্মচারীবৃন্দ স্থানীয় স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থা ও এনজিও প্রতিনিধি অভিভাবকবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।