ঢাকা, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
শিরোনাম

নেত্রকোণায় জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত


  মো: আরিফুল ইসলাম

প্রকাশ :  ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:১০ রাত

সারাদেশের ন্যায় নেত্রকোণায়ও জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এর সমন্বয়ে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে লক্ষ্যে যৌথ  কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকালে নেত্রকোণা জেলা পাবলিক হলে এই যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। 

কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মো. ইয়াহইয়ার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জেলানী। 

তিনি বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশ্বাস করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের  মূল চালিকাশক্তি এই তিনটি সংগঠন। তাই এই তিনটি সংগঠনের মধ্যে যদি ভাতৃত্বের বন্ধন থাকে অটুট তাহলে আগামী দিনে যদি দেশ নিয়ে ষড়যন্ত্র হয় এবং যা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি একাত্তরের পরাজিত শক্তি ও ২৪ এর পরাজিত শক্তি নতুন করে প্রেম করছে। এজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

তিনি আরো বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর ধরে মানুষের ভোটের অধিকারের জন্য সংগ্রাম করে আসছি। তাই আগামী নির্বাচনে জনগণ যেন  তাদের ভোটের অধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেন সেজন্য বর্তমান অন্তর্বর্তীকালীন  সরকারের প্রতি আহ্বান জানান। 

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলীর সঞ্চালনায়, প্রধান বক্তা হিসেবে  আলোচনা করেন, কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামাল জুয়েল।  আরো বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আল মাহমুদ খান রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ মুন্না, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন ও সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীসহ আন্যান্য নেতৃবৃন্দ। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত