কলমাকান্দায় 'বারসিক' এর উদ্যোগে বিশ্ব কীটনাশক মুক্ত দিবস পালিত
ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৫ বিকাল
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার লেংগুরা গ্রামে বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর আয়োজনে রাসায়নিক কীটনাশকের ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব, টেকসই কৃষি ব্যবস্থার প্রচারের উদ্দেশ্যে নো পেস্টিসাইড ডে বা কীটনাশক ব্যবহার মুক্ত দিবসটি পালন করা হয়।
এখানে উল্লেখ্য যে, ১৯৮৪ সালের ৩ ডিসেম্বর, ভারতের ভোপালে ঘটে ইতিহাসের অন্যতম ভয়াবহ শিল্প দুর্ঘটনা। একটি পেস্টিসাইড উৎপাদনকারী কারখানা থেকে বিষাক্ত গ্যাস নির্গমন ঘটলে এতে প্রায় ১৫,০০০ মানুষের মৃত্যু হয় এবং লক্ষাধিক মানুষ ক্ষতিগস্ত হয়। গ্যাসটি ছিল মিথাইল আইসোসায়নেট যা কারখানার একটি ত্রুটিপূর্ণ সঞ্চালন ব্যবস্থার কারণে ছড়িয়ে পড়ে। এরপর থেকে ৩রা ডিসেম্বর “নো পেস্টিসাইড ডে” হিসেবে পালন করা হয়। দিবসটিকে কেন্দ্র করে একটি মানববন্ধন ও মুন্না রংদী এর সঞ্চালনায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উত্তর লেংগুরা কৃষি প্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের তত্ত্বাবধায়ক নারায়ন হাজং।
দিবসটি পালনের লক্ষ্য, উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরেন বারসিক এর উপজেলা সমন্বয়কারী গুঞ্জন রেমা। এছাড়াও বক্তব্য রাখেন নাঈম আহমেদ, মোশাররফ হোসেন, শহিদুল হক, নারায়ন হাজং প্রমুখ। বারসিক এর উপজেলা সমন্বয়ক গুঞ্জন রেমা বলেন "রাসায়নিক কীটনাশক আমাদের মাটি, পানি এবং জীববৈচিত্রে দীর্ঘ মেয়াদে ক্ষতিকর প্রভাব ফেলে।
এটি শুধু পরিবেশ নয়, মানব স্বাস্থ্যের জন্যও একটি বড় হুমকি। আমাদের এখন টেকসই কৃষি পদ্ধতির দিকে মনযোগ দিতে হবে। বক্তারা এই দিনে রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ নির্মাণে সকলের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। তারা টেকসই কৃষি এবং নীতিনির্ধারণীদের সক্রিয় অংশগ্রহণকে এই পরিবর্তনের মূল চাবিকাঠি হিসেবে উল্লেখ করেন।