নেত্রকোণায় বীজ ও সারের দোকানে ভোক্তা-অধিকারের অভিযান ও জরিমানা
আজাদ ইমরান শরীফ
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:১৫ দুপুর
আজ ৩ ডিসেম্বর মঙ্গলবার নেত্রকোনা জেলার পৌর এলাকার শহীদ মিনার, আরামবাগ এলাকায় বিভিন্ন বীজ ও সারের দোকানে নেত্রকোনা জেলা ভোক্তা অধিকারের অভিযান।
অভিযানটি পরিচালনা করেন নেত্রকোনা জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুস সালাম।
বিভিন্ন সার ও বীজের দোকান ঘুরে বেশ কিছু দোকানে মেয়াদ উত্তীর্ণ বীজ ও সার পাওয়া যায় তার প্রেক্ষিতে বেশ কয়টি দোকানিকে বিভিন্ন অংকের জরিমানা করা হয় তার মধ্যে রয়েছ- মেসার্স চিত্তরঞ্জন সরকার ৫০০০টাকা, মেসার্স মনোরঞ্জন সরকার ২০০০টাকা, মেসার্স মহাদেব বীজঘর- ২৫০০ টাকা, মেসার্স কৃষিঘর - ৬০০০ টাকা।
জরিমানার পরে দোকানিরা এই ধরনের অপরাধ আর না করার প্রতিশ্রুতি দিয়ে মুচলেকা দেন তার প্রেক্ষিতে তাদের পরবর্তী সময়ের জন্য সতর্ক করে সহকারী পরিচালক আব্দুস সালাম আজকের আরবানকে জানান যে এই ধরনের অভিযান চলমান থাকবে।