ব্যাট হাতে হতাশার দিনে বোলিংয়েও নিরুত্তাপ বাংলাদেশ
আরবান ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ১১:০৮ দুপুর
কিংস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন রবিবার (০১ ডিসেম্বর) সকালে প্রথম আধ ঘণ্টার চ্যালেঞ্জ ঠিকঠাক সামাল দেওয়ার পর দিক হারাল বাংলাদেশ। জেডেন সিলস ও শামার জোসেফের দারুণ বোলিংয়ে গুটিয়ে গেল ১৬৪ রানে।
ব্যাটিং ধসের পর বোলিংয়ে কিছুটা লড়াইয়ের আভাস দিল বাংলাদেশ। উইকেটে বোলারদের জন্য থাকা সুবিধা কাজে লাগিয়ে কঠিন পরীক্ষায় ফেলল ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের।
তবে নিতে পারল কেবল একটি উইকেট। দ্বিতীয় দিনের খেলা শেষে ৩৭ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ১ উইকেটে ৭০। ব্র্যাথওয়েট ১১৫ বলে তিন চারে ৩৩ রানে ব্যাট করছেন। কেসি কার্টি ৬০ বলে ১ চারে খেলছেন ১৯ রানে।
এখনও ৯৪ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ।
২ উইকেটে ৬৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় দল। ৬ উইকেটে ১২২ রান নিয়ে যায় লাঞ্চ বিরতিতে।
তখন ক্রিজে টিকে ছিলেন মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম। লাঞ্চ থেকে ফিরে আউট হন তাইজুল। ৬৬ বলে ১৬ রানের ধৈর্যশীল ইনিংস খেলে বিদায় নেন তিনি। পরে তাসকিন আউট হন ১৬ বলে ৮ রান করে। মিরাজ সব বিপদ সামলে টিকে ছিলেন।ফিফটির সম্ভাবনাও ছিল। তবে ফিফটির আগেই বিদায় নিয়েছেন তিনি। দলের ১৬০ রানের মাথায় ৭৫ বলে ৩৬ রানের ইনিংস খেলে আউট হন মিরাজ।
পরে আর বেশিক্ষণ টেকেনি বাংলাদেশের ইনিংস। ৭১.৫ ওভারে ১৬৪ রান তুলে প্রথম ইনিংসে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাত্র ৫ রান খরচায় ৪ উইকেট নেন জেডন সিলস। এছাড়া ৩ উইকেট নেন শামার জোসেফ। ২ উইকেট নিয়েছেন কেমার রোচ। ১ উইকেট তোলেন আলজারি জোসেফ।
দুই দলের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ এটি। সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ১৬৪
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৩৭ ওভারে ৭০/১ (ব্র্যাথওয়েট ৩৩*, লুই ১২, কার্টি ১৯*; হাসান ৭-২-১৮-০, তাসকিন ৮-৫-১১-০, নাহিদ ৯-০-২৮-১, তাইজুল ১০-৭-৭-০, মিরাজ ৩-১-২-০)